Tripura CPIM : চীনের মাটিকে সাম্রাজ্যবাদ এবং চরম শোষণের হাত থেকে রক্ষা করতে আজীবন সংগ্রাম করেছিলেন মাও সে তুং : নারায়ণ কর

আগরতলা, ২৬ ডিসেম্বর : মাও সে তুং মার্কসবাদ ও লেলিনবাদের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯২১ সালে চিনে কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন। চীনের মাটিকে সাম্রাজ্যবাদ এবং চরম শোষণের হাত থেকে রক্ষা করতে আজীবন সংগ্রাম করেছিলেন তিনি। সিপিএম ত্রিপুরা রাজ্য কার্যালয়ে মাও সে তুং এর ১৩১ তম জন্মদিন উদযাপনী অনুষ্ঠানে একথা বলেন বলেন রাজ্য কমিটির সদস্য নারায়ণ কর।

এদিন নারায়ণ কর বলেন, মাও সেতুং গরিব কৃষক পরিবারের ছেলে। ১৯২১ সালে চিনে কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন এবং সেখান থেকে তাঁর অভিযান শুরু হয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর চিনে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *