শ্রীনগর, ২৬ ডিসেম্বর (হি.স.): হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা, প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। প্রবল ঠান্ডার মধ্যেই মঙ্গলবার ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল কাশ্মীরে। মঙ্গলবার ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কাজিগুন্দ-সর্বত্রই কাঁপুনি ধরানো ঠান্ডা পড়েছে। শীতের দাপটে কাঁপছে জম্মুও।
শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস ও পহেলগামে মাইনাস ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কনকনে ঠান্ডায় কাঁপছে কার্গিলও। লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেকটাই নীচেই। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, কাশ্মীর এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী চিল্লাই কালান-এর অধীনে। ২৭ ডিসেম্বর কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

