নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ ডিসেম্বর: কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে বিদ্যুৎ বিল নিয়ে সরব হয়েছেন ইয়াজিখাওরা ৩নং ওয়ার্ডের এলাকাবাসীরা। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা বাবুল মিয়া। উনি পেশায় একজন দিনমজুর। কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড এর বিরুদ্ধে বিদ্যুৎ বিল নিয়ে একরাশ খুব উগড়ে দিয়েছেন তিনি।
তিনি বলেন যেদিন থেকে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবার দায়িত্বভার গ্রহণ করেছে সেদিন থেকেই বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু করে ভুয়া বিদ্যুৎ বিল লেগেই রয়েছে।
তিনি বলেন উনার বাড়িতে সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা বিগত কয়েক মাস পূর্বে একটি মিটার বসিয়ে এসেছেন আর সেই মিটার বসানোর পর থেকেই প্রতি মাসে মোটা অংকের বিদ্যুৎ বিল ধরিয়ে দিচ্ছেন উনাকে।
সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা এই বিষয়ে দফায় দফায় কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে আসার পরও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি বিগত কিছুদিন পূর্বে উনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যার ফলে বর্তমানে তিনি চরম বিপাকে পড়েছেন ।