আগরতলা, ২৬ ডিসেম্বর: গত ৯ বছরে আরএসএস পরিচালিত বিজেপি সরকার ধর্মের নামে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিচ্ছে। আজ কৃষ্ণনগরস্থিত সদর দপ্তরে ভারতীয় কমিউনিস্ট পার্টির ৯৯ তম প্রতিষ্ঠা দিবসে এভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে সিপিআই।
এদিন সিপিআই রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য বলেন, ১৯২৫ সালের ২৬শে ডিসেম্বর উত্তরপ্রদেশের কানপুরে এক সম্মেলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি। আজ পার্টি ৯৯ তম প্রতিষ্ঠা দিবস।
তাঁর কথায়, গত ৯ বছরে আরএসএস পরিচালিত বিজেপি সরকার একটি প্রতিশ্রুতি পালন করতে পারেনি। দিন দিন দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত ধর্মের নামে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিচ্ছে।
পাশাপাশি এদিন তিনি জনগনকে বিজেপি শাসিত সরকারের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।