শীত ও কুয়াশায় নাজেহাল দিল্লি, দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত উড়ান পরিষেবা

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার দাপট। গত কয়েক দিন ধরেই রাজধানীর সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকছে। ফলে দৃশ্যমানতাও কোথাও কোথাও অনেকটাই নেমে যাচ্ছে। সড়ক এবং রেলপথ তো বটেই, উড়ান পরিষেবাতেও সমস্যা হচ্ছে। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল রাজধানী দিল্লি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন গাড়ির চালকরা। বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার কুয়াশার কারণে আন্তর্জাতিক-সহ ৩০ টি বিমানের আগমণ ও প্রস্থান বিলম্বে হয়েছে।

শুধুমাত্র দিল্লিই নয়, মঙ্গলবার সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশ, পঞ্জাবও। শীত থেকে বাঁচতে আগুনের তাপ নিতে দেখা যায় বহু মানুষকে। কনকনানি ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। তার মধ্যে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে আগামী কয়েক দিন কুয়াশার দাপট বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *