গুনা, ২৬ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের গুনা জেলায় ট্রাকের ধাক্কায় গাড়ি উল্টে একই পরিবারের চারজন সদস্যের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ওই পরিবারের একজন সদস্য-সহ দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ জেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে গুনা বাইপাসে দুর্ঘটনাটি ঘটে।
একটি পরিবারের ৬ জন সদস্য সারাংপুর (রাজগড় জেলার) থেকে লাহার (ভিন্দ জেলার) যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। দু’জন মহিলাসহ মোট চারজনের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মঙ্গলবার সকালে কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

