মাটি চাপায় গুরুতর আহত শ্রমিক

ধর্মনগর, ২৫ ডিসেম্বর: কাজ করতে গিয়ে মাটির নিচে চাপা পরে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, আজ সকালে ধর্মনগর থানা এলাকার টঙ্গিবাড়ি গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে এলাকায় কাজ করতে গিয়েছিলেন গৌতম দেবনাথ(৩০)। তিনি দক্ষিণ দেওছড়া এলাকার বাসিন্দা রায়মোহন দেবনাথের পুত্র। মাটি কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। পরর্বতী সময়ে পরিবারের সদস্য তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন