Uttarakhand : উত্তরাখণ্ডে লোকসভার অধ্যক্ষ ও প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

দেহরাদূন, ২৫ ডিসেম্বর (হি.স.) : লোকসভার অধ্যক্ষ ও প্রতিরক্ষামন্ত্রী সোমবার উত্তরাখণ্ড পৌঁছোলে তাঁদের স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডে আসেন।

এদিন উত্তরাখণ্ডে তাঁদের আগমন ঘটলে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁদের ভেল হেলিপ্যাডে স্বাগত জানান। স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে তাদের একটি বইও উপহার দেন ধামি। এই বইটি স্বামী রামের উপর ভিত্তি করে রচিত। স্বামীরামের নামে জলি গ্রান্টে একটি বিশাল হাসপাতালও তৈরি করা হয়েছে। এই বইটিতে হিমালয়ের সাধুদের সঙ্গে স্বামীরামের বসবাসের সমস্ত বিষয়বস্তু উল্লেখ করা রয়েছে।