কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : দলীয় কাজে ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সোমবার বড়দিনের মাঝরাতে কলকাতায় পৌঁছছেন তিনি। মঙ্গলবার রাতে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত পৌনে বারোটায় দমদম বিমানবন্দরে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত কাটাবেন নিউ টাউনের একটি হোটেলে। মঙ্গলবারের কর্মসূচি নিয়ে কোনও কিছু জানানো হয়নি এদিন। যদিও সূত্রের খবর, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে শাহর। এর মধ্যে দলের রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে এবং রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। উত্তর কলকাতার একটি গুরুদ্বার ও কালীঘাটের মন্দিরে যাওয়ার সূচিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, কলকাতায় পৌঁছে বিমানবন্দর থেকে নিউ টাউনের হোটেলে চলে যাবেন শাহ। সেখানে রাজ্য বিজেপির সর্বোচ্চ পদাধিকারী কয়েকজনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করবেন তিনি। মঙ্গলবার সকালে যাবেন বড়বাজারের গুরুদ্বার শিখ সঙ্গতে। সেখান থেকে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন। এর পরে হোটলে ফিরে বৈঠক করবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। বিকেল ৩টেয় জাতীয় গ্রন্থাগারে দলের জেলাস্তরের নেতাদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে অমিত শাহর। এর পরে হোটেলে ফিরে আরও একটি বৈঠক করার কথা রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে। এই বৈঠকে রাজনৈতিক নেতাদের বাইরে অন্যান্য সংগঠনের দু’য়েকজন শীর্ষ পদাধিকারী থাকতে পারেন বলে রাজ্য বিজেপির একটি সূত্ের দাবি। সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ দিল্লি ফিরে যাওয়ার কথা শাহর।

