আগরতলা,২৫ ডিসেম্বর: অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশী মহিলাকে আটক করে রাণীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পরবর্তী সময়ে তাঁকে কদমতলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাত দশটা নাগাদ বিএসএফ জওয়ানদের কাছে গোপন খবর আসে বাংলাদেশী নাগরিক সীমান্ত অতিক্রম করে উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্র নগর পাঁচ নং ওয়ার্ড এলাকায় অবস্থান করছেন। এই খবর পেয়ে তৎক্ষণাৎ বিএসএফের জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে এক মহিলাকে আটক করে।
তিনি আরও জানিয়েছেন, ধৃত মহিলা বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন নুনুয়া এলাকায় বাসিন্দা জনী রানী দাস (২৫)। তাঁর স্বামীর নিপেন্দ্র দাস। সে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল।

