উত্তরপ্রদেশের বাহরাইচে ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ১২

বাহরাইচ, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় ট্রাক ও বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার বাহরাইচ-শ্রাবস্তি সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জনেরও বেশি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ডিএম ও এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের চিকিৎসার যেন কোনওরকম গাফিলতি না হয় তার নির্দেশ দেন ডিএম ও এসপি।

চাল বোঝাই ট্রাকটি শ্রাবস্তি থেকে বাহরাইচের দিকে আসছিল এবং বাসটি গুজরাটের রাজকোট থেকে বলরামপুর যাচ্ছিল। ধারসওয়ার কাছে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএম মনিকা রানী ও এসপি প্রশান্ত ভার্মা। এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। মৃতরা হলেন, মেহবুব(৩৫), রামরাজ(৩৮) এবং পাপ্পু প্রসাদ(৪০)।
সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে দুটি গাড়িই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গাড়ি দুটিকে আলাদা করতে জেসিবি ডাকা হয়।