তিরুবনন্তপুরম, ২৫ ডিসেম্বর (হি.স.) : কেরলে করোনা পজিটিভ রোগীর সংখ্যা বর্তমানে ১২৮। কেরলে করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, কেরলে গত ২৪ ঘন্টায় ১২৮ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশব্যপী করোনার রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় কেরলে ১২৮ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। কেরলে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩,১২৮ জন। তিন বছর আগে করোনার উৎপত্তির পর থেকে কেরলে করোনা ভাইরাসজনিত কারণে মৃত্যুর সংখ্যা ৭২,০৬৪-এ দাঁড়িয়েছে।