কোডার্মা, ২৪ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের কোডারমা জেলায় একটি গাড়ি ও বাইকের সংঘর্ষে দুজন যুবক গুরুতর আহত হন। রবিবার সকাল ৯টা নাগাদ কোডারমা থানা এলাকার কোডার্মা উপত্যকায় গাড়ি ও বাইকের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে বাইক আরোহী দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, রাজা কুমার (১৬) এবং আরমান খান (২২)। দুজনই ঝাড়খণ্ডের বেহারওয়াতান্ডের বাসিন্দা।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আরমান খানকে আরও ভালো চিকিৎসার জন্য রাঁচি রিমস-এ রেফার করেন চিকিৎসকরা। গাড়িটি বিহার থেকে কোডারমা দিকে আসছিল। অন্যদিকে বাইকে করে দুই যুবক কোডারমা থেকে বিহারের দিকে আসছিল। তাদের মধ্যে সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। কোডারমা থানার পুলিশ গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।

