রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বিষ্ণুদেও সাই-এর, ধনখড় সকাশে ছত্তিশগড়ের দুই উপ-মুখ্যমন্ত্রীও

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। শনিবার সকালে দিল্লিতে উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিষ্ণুদেও সাই। পাশাপাশি দেশের উপ-রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন ছত্তিশগড়ের দুই উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা ও অরুণ সাও। উপ-রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁরা।

উপ-রাষ্ট্রপতি ধনখড় নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, শনিবার উপ-রাষ্ট্রপতি নিবাসে গিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই ও দুই উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এবং অরুণ সাও দেখা করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে। উপ-রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই লেখেন, সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে উপ-রাষ্ট্রপতির চমৎকার ধারণা এবং জ্ঞান অবশ্যই চিত্তাকর্ষক।