জম্মু, ২৩ ডিসেম্বর (হি.স.): জম্মুর আন্তর্জাতিক সীমান্তে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। শুক্রবার মধ্যরাতে জম্মুর আখনুরের খৌরে আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ রুখে দিয়েছে সেনাবাহিনী। ৪ জঙ্গির সন্দেহজনক গতিবিধি দেখতে পান সেনা জওয়ানরা। সেনা জওয়ানরা গুলি চালালে জঙ্গিরা ফিরে যেতে বাধ্য হয়। সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের একটি দেহ পিছনে টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে।
শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, জম্মুর আখনুরের খৌর এলাকায় শুক্রবার মধ্যরাতে ৪ সন্ত্রাসীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। কালবিলম্ব না করে সেনাবাহিনী গুলি চালায়। পরে রাতের অন্ধকারে সন্ত্রাসীদের দেখা যায়, একটি দেহ টেনে নিয়ে সীমান্তের ওপারে চলে যেতে।