আগরতলা, ২৩ ডিসেম্বর : ত্রিপুরার অর্থনীতির বুনিয়াদকে মজবুত করা হচ্ছে রাজ্য সরকারের উদ্দেশ্য। পশু পালনের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতী ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর নিরলসভাবে কাজ করছে। আজ ধর্মনগর অর্ধেনন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত মুখ্যমন্ত্রী প্রাণী পালক সন্মান নিধি অনুষ্ঠানে একথা বলেন প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস।
এদিন সরকারের বিভিন্ন প্রকল্পের শুভ সূচনা ও অন্যান্য প্রকল্পের অধীন বিভিন্ন সুবিধা কৃষকদের মধ্যে বিতরণকরেছেন তিনি।
এদিন তিনি বলেন,রাজ্যের কৃষক ও প্রাণী পালকদের সুবিধার্থে প্রাণী সম্পদ বিকাশ দফতরের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রীর প্রাণিপালক সম্মানীতির যোজনা করা চালু হয়েছে।
এদিন তিনি আরও বলেন, উত্তর জেলায় ৪০০ জন পশুপালকে বেছে নেওয়া হয়েছে। রাজ্যের অর্থনীতির বুনিয়াদ এখনো কৃষি। আর কৃষির সাথে জড়িয়ে রয়েছে পশু পালন। যেসব যুবকরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চায় এবং পশুপালনকে পেশা হিসেবে গ্রহণ করতে চায় তাদেরকে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রীর এই প্রাণী পালক সম্মানীতির উদ্বোধন। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো প্রাণী পালকদের উৎসাহ করতে এই সম্মান নিজের ব্যবস্থা করা হলো।
তাঁর কথায়, রাজ্যের অর্থনীতির বুনিয়াদকে মজবুত করা হচ্ছে রাজ্য সরকারের উদ্দেশ্য। পাশাপাশি কৃষিকাজের সাথে যুক্ত যুবকরা প্রাণী পালনের মাধ্যমে এদেরকে স্বাবলম্বী করে তোলার সরকারি প্রয়াস।