পুঞ্চ ও রাজৌরিতে বন্ধ মোবাইল ইন্টারনেট, জঙ্গিদের ধরতে আরও জোরদার অভিযান

জম্মু, ২৩ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে গত বৃহস্পতিবারের জঙ্গি হামলার প্রেক্ষিতে আবারও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল। শনিবার পুঞ্চ ও রাজৌরিতে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। হামলাকারী জঙ্গিদের খোঁজে নিরাপত্তা বাহিনীর অভিযান চলার কারণেই পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। পাশাপাশি লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে অভিযান আরও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, জম্মু ডিভিশনের পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানায় সেনার দু’টি গাড়িতে বৃহস্পতিবারের ওই জঙ্গি হামলার ঘটনায় পাঁচ জওয়ান নিহত হয়েছেন। ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তইবার শাখা সংগঠন ‘দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট’ (পিএএফএফ)। এদিকে, সেনা হেফাজতে দুই গ্রামবাসীর মৃত্যুর অভিযোগের জেরে উত্তেজনা ছড়িয়েছে পুঞ্চ-রাজৌরিতে। বৃহস্পতিবারের হামলার পরে বলফাইজ়ের সাওয়ানি গ্রাম থেকে ৩৬ জন গ্রামবাসীকে আটক করেছিল সেনা।

তাঁদের মধ্যে বছর তিরিশের রেয়াজ আহমেদ ও বছর ছাব্বিশের শওকত হুসেনের সেনা হেফাজতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। রেয়াজ ও শওকতের দেহ নিয়ে শুক্রবার সন্ধ্যায় বলফাইজের পুঞ্চ চক এলাকায় বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীদের একাংশ। বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকানোর উদ্দেশ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলে অভিযোগ।