নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : কংগ্রেসের লিগ্যালসেল এবং হিউম্যান রাইটস সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীঘ্রই এই দুটি সংগঠনকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। শনিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত কংগ্রেসের লিগ্যালসেল ও হিউম্যান রাইটস এসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিন সভায় আলোচনা করতে গিয়ে রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিষ্ঠ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্প্রতি সংসদে বিরোধী দলের সাংসদদের বহিষ্কারের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এ ধরনের কার্যকলাপকে স্বৈরশাসনের নামান্তর বলেও অভিহিত করা হয়েছে।
বর্তমান কেন্দ্রীয় সরকার এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের উদ্দেশ্যেই এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। রাজ্যের গণতন্ত্র প্রিয় জনগণকে এ ধরনের অগণতান্ত্রিক ও স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ মুখর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এদিন প্রদেশ কংগ্রেস ভবনে এদিন বিভিন্ন দল ত্যাগ করে তিনজন কংগ্রেস তলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সভাপতি আশিস কুমার সাহা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, এই সভায় রাজ্যের বিভিন্নপ্রান্তের আইনজীবী হিসেবে কর্মরত প্রায় ৫০ জনের অধিক ছিলেন।
তিনি আরো বলেন, এই দেশের গণতন্ত্র হত্যাকারী, সংবিধানের অমান্যকারী, স্বৈরাচারী মোদি সরকার সংসদ থেকে ১৪৬ জন বিরোধী দলের সাংসদকে বহিষ্কার করেছে। মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করা হয় এই সভায়।
এই রাজ্যের একজন স্বনামধন্য টিপিএস অফিসার বুধিরাই দেববর্মা এদিন কংগ্রেস দলে যোগদান করেছেন। আদিবাসী এলাকায় বেশ জনপ্রিয় বুধিরাই দেববর্মা। এছাড়া এদিন কংগ্রেস দলের যোগ দিয়েছেন আরো একজন আদিবাসী নেত্রী বিগত লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতা দেববর্মা।