রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘভাতা সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি  প্রাক্তন বিধায়ক তাপস দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘভাতা, সুষ্ঠু বদলি নীতি এবং পে-কমিশনের মত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে চিঠি দিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস দে। কর্মচারীরাই যে বাস্তবাদী প্রশাসনের মূল চালিকাশক্তি, সেই তথ্যটি তিনি চিঠির শুরুতেই উল্লেখ করেছেন।

প্রাক্তন বিধায়ক চিঠিতে লিখেছেন, কর্মচারীদের মনোবল বৃদ্ধির জন্যও মাঝে মধ্যে বিভিন্ন প্রণোদনা ও সুযোগ সুবিধা প্রদান করা আবশ্যিক । কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরে আজ পর্যন্ত কোনো মহার্ঘভাতার ঘোষণা হয়নি। এমনকি ,এখন কোনো স্বচ্ছ বদলি নীতিও কার্যকর হচ্ছে না। যেসব কর্মচারীরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পরিষেবা প্রদান করতে চান, তাদেরকে দূরে জঙ্গলে বদলি করে দেওয়া হয়। আর যারা বছরের পর বছর সেই জঙ্গলে পড়ে আছেন, নিয়ম অনুযায়ী তাদেরকে নিজেদের মহকুমায় পর্যন্ত নিয়ে আসা হচ্ছে না। আবার বেতন কমিশন ঘোষণা দেওয়ার মতোও কোনো প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে না।

তাপসবাবু বলেছেন, “পে কমিশন যে ঘোষণা হচ্ছে না, সেটা পরিষেবা প্রদানে আগ্রহী কর্মচারীদের মধ্যেও হতাশার জন্ম দিতে বাধ্য। এই অবস্থায়  মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে পুনর্নিয়োগের কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু  মুখ্যমন্ত্রী  কি কখনও ভেবে দেখেছেন, এইসব পুনর্নিয়োগ দুর্নীতির জন্ম দেয়, আর কর্মচারীদের মধ্যে একটা ‘জো হুজুরি’ মানসিকতা তৈরি করে দেয়?”এই চিঠির কপি বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের কাছেও পাঠিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *