জেনারেল ভি কে সিং, আচার্য লোকেশ মুনি এবং উমাশঙ্কর পান্ডেকে জেপি আন্তর্জাতিক পুরস্কার

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.) : জেনারেল ভি কে সিং, আচার্য লোকেশ মুনি এবং উমাশঙ্কর পান্ডেসহ অনেককে জেপি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হল। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতীয় রাজধানী দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে জেপি আন্তর্জাতিক পুরস্কার এবং জাতীয় পুরস্কার দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় দেশের শীর্ষ প্রতিভাদের সম্মানিত করেছেন। সম্মানিতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং, আচার্য লোকেশ মুনি, পদ্মশ্রী উমা শঙ্কর পান্ডে এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত হরবিন্দর সিং। আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারের ভীম অডিটোরিয়ামে শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এদিন প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ দেশের রাজনীতিতে লোকনায়ক জয়প্রকাশের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, জেপির এই গুরুত্বপূর্ণ অবদান কখনও ভোলার নয়। মূলত তিনি গান্ধীবাদী ভারত গঠনের পক্ষে ছিলেন। বাস্তবে তিনি ছিলেন গান্ধীজির পথের পথিক। গ্রামের স্বশাসনের মাধ্যমে দেশে জনগণের স্বশাসন প্রতিষ্ঠার স্বপ্ন ছিল তাঁর। এজন্য তিনি সর্বোদয়ের পথ বেছে নেন। শনিবার লোকনায়ক জয়প্রকাশ স্টাডি সেন্টার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিং-কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। এরসঙ্গে আচার্য লোকেশ মুনি (সমাজসেবা), পদ্মশ্রী উমাশঙ্কর পান্ডে(পরিবেশ), পদ্মশ্রী এবং উপাচার্য ড. বিমল প্রসাদ সিং, শ্রী অর্জুন পুরস্কারপ্রাপ্ত হরবিন্দর সিং(হকি), সিআইএসএফ-এর নীনা সিং, পঙ্কজ বেরি (ফিল্ম অ্যান্ড টেলিভিশন) জেপি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও জিতেন্দ্র কুমার নন্দ (রোটারি ক্লাব) এবং ডঃ রাজীব শ্রীবাস্তব (সিনে লেকচারার) পুরস্কৃত হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন রাজ্যসভার সদস্য আর কে সিনহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর কিরীট প্রেমজিভাই সোলাঙ্কি, সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল, প্রাক্তন সাংসদ ড. মানবেন্দ্র সিং, সর্বভারতীয় সন্ত সভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ, ভোক্তা বিষয়ক সম্পাদক রোহিত কুমার সিং, এশিয়ান একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রতিষ্ঠাতা। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ড. সন্দীপ মারওয়াহ, বিধায়ক রশ্মি ভার্মা (বিহার), উপাচার্য সঞ্জয় শ্রীবাস্তব এবং সাধারণ সম্পাদক অভয় সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *