শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে  হেরমা ডনবস্কো স্কুলে সৌর জল প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ ডিসেম্বর : স্বাস্থ্য ভালো থাকলে তবেই  ছাত্র বা ছাত্রীরা পড়াশোনায় কঠোর মনোযোগী হতে পারেন। শিক্ষার পাশাপাশি সুস্বাস্থ্যের দিকেও আমাদের নজর দেওয়া দরকার। ভারত সরকারের বায়োটেকনোলজি মন্ত্রণালয়ের সহায়তায় এন বি ইন্সটিটিউট ফর রুরাল টেকনোলজি ( অর্কনীড়) এর উদ্যোগে শুক্রবার চড়িলাম বিধানসভার হেরমা স্থিত ডনবস্কো স্কুলে সৌর জল প্রকল্প স্থাপন করা হয়।
সেই সঙ্গে বৃষ্টি জল সংরক্ষণ এবং ওয়াটার পিউরিফিকেশনের ব্যবস্থা করা হয়। এনবি ইন্সটিটিউট ফর রুরাল টেকনোলজির সভাপতি ড: এস পি গন চৌধুরী বলেন প্রায় ছয় লক্ষ টাকা খরচে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রতিদিন ১৬ হাজার লিটার জল উত্তোলন হবে।
এছাড়া এই সৌর প্রকল্পে জল উত্তোলনের পাশাপাশি স্কুলের কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের চারটি কম্পিউটার চলবে। এই প্রকল্পে আয়রন মুক্ত জল উঠবে। এর পরেও জলবাহিত রোগের হাত থেকে ছাত্র ছাত্রীদের রক্ষা করতে দু’টি ওয়াটার পিউরিফায়ার বসানো হয়েছে।
 জনজাতি অধ্যুষিত হেরমা এডিসি ভিলেজে ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগের সহায়তায় পরিবেশ বান্ধব প্রকল্পের বাস্তবায়নে খুশি ছাত্র ছাত্রী এবং শিক্ষক অভিভাবকরা।

শুক্রবার দুপুরে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআইআরটির সভাপতি বিজ্ঞানী ড: এস পি গন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি কপিল বরণ ভৌমিক, প্রজেক্ট ম্যানাজার পি এল ঘোষ, স্কুলের প্রিন্সিপাল সুমন কুমার কিরো প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী  ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *