আগরতলা, ২৩ ডিসেম্বর : ত্রিপুরায় ৩৫ বছরের শাসনকালে কমিউনিস্টরা শ্রমিকদের স্বার্থে কিছুই করেনি। কিন্তু বিজেপি জোট সরকার ৫ বছরের শাসনকালে ২১০০টি চা শ্রমিক পরিবারকে বাসস্থানের জন্য বিনামূল্যে জমি বণ্টন করেছে। আজ ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বী-বার্ষিক রাজ্য সন্মেলনে একথা বলেন মন্ত্রী টিংকু রায়।
আজ রবীন্দ্র ভবনের সম্মুখে ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বী-বার্ষিক রাজ্য সন্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তারা রেলি করে সমাবেশে যোগদান করে।
এদিন মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বর্তমান সরকার সব ধরনের শ্রমিকদের আর্থিক সমৃদ্ধি এবং জীবন যাপনের মানোন্নয়নের জন্য কাজ করছে। শ্রমিক স্বার্থে পূর্বতন বাম সরকার কিছুই করেনি। কেননা তাদের সদিচ্ছাই ছিল না।
তাঁর কথায়, শ্রমিকরা তাঁদের শিল্প ক্ষেত্রে শ্রম দিয়েছে বলেই রাজ্যের উৎপাদন ক্ষমতা বেড়েছে। কারণ,গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ থেকে ত্রিপুরায় সাড়ে চারশো কোটি টাকা আমদানি এবং মাত্র ১২ কোটি টাকা রপ্তানি হত। কিন্তু গত অর্থবছরে রাজ্য থেকে ২৫০ কোটি টাকা রপ্তানি হয়েছে। তা একমাত্র রাজ্যের শ্রমিকরা শ্রম দিয়েছে বলেই সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।