ডিফু (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : কার্বি আংলঙে বিপুল পরিমাণর গোলাবারুদ উদ্ধার করেছে অসম পুলিশ। এর সঙ্গে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার কার্বি আংলং জেলার বোকাজান এলাকায় অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে দুই ব্যক্তির হেফাজত থেকে একে সিরিজের রাইফেল, ১৫০টি সক্রিয় গুলি ভরতি ছয়টি ম্যাগাজিন এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ বাজেয়াপ্ত করেছেন পুলিশের অভিযানকারীরা।
সূত্রটি জানিয়েছে, আগ্নেয়াস্ত্রগুলির সঠিক উৎস এখনও জানা যায়নি। ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগ্নেয়াস্ত্র সমেত যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তদন্তের স্বার্থে তাদের নাম-ধাম জানাতে অক্ষমতা প্রকাশ করেছে পুলিশের সূত্রটি।

