অনূর্ধ্ব-‌১৬ :‌ বিজয় মার্চেন্ট ট্রফি খালি হাতে মরশুম শেষ ত্রিপুরার

মুম্বাই-‌৩৮৮/‌৭

ত্রিপুরা-‌১৩৪ &‌ ৭৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। খালি হাতে ফিরছে ত্রিপুরা। আসরে ৫ ম্যাচ খেলে সবকটি ম্যাচেই পরাজিত হলো ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। আমিনগঁাও মাঠে আসরের শেষ ম্যাচেও ত্রিপুরা হারলো ইনিংস এবং ১৮০ রানের বড় ব্যবধানে। শক্তিশালী মুম্বায়ের বিরুদ্ধে। ৩ দিনের ম্যাচ শেষ হলো পৌনে দুই দিনে। লজ্জাজনক ভাবে এবারের মরশুম শেষ করলো ত্রিপুরা। গেলো ৫ বছরে এত খারাপ মরশুম যায়নি ত্রিপুরার। আগামীদিনে জাতীঊয়স্তরে ওই আসরে ভালো ফলাফল করতে হলে পরিকল্পনা করে এগুতে হবে রাজ্য ক্রিকেট সংস্থাকে। বিশেষ করে ছোটদের ‘‌ডেইজ’ ম্যাচ চালু করতে হবে। নতুবা এবারের মতোই দুই দিনে খেলা শেষ হয়ে যাবে। প্রথম দিনের ৬ উইকেটে ৩৫৩ রান নিয়ে খেলতে নেমে শুক্রবার আরও ৩৫ রান যোগ করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে মুম্বাই। শেষ দিকে সার্থক ‌ভিদে ৬৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং নিকাশ নেরোরকর ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে।ত্রিপুরার পক্ষে নিতীশ কুমার সাহানি ৮৬ রানে এবং রিয়াদ হুসেন ১১৭ রানে ৩ টি উইকেট দখল করে। ৩৮৮ রানের জবাবে শুরু থেকেই নড়বড়ে ছিসো ত্রিপুরার ইনিংস। মিডল অর্ডারে শঙ্খনীল সেনগুপ্ত সাময়িক প্রতিরোধ গড়ে তোলায় ত্রিপুরার স্কোর ১০০ রানের গন্ডি পার হয়। শঙ্খনীল ৯০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে। এছাড়া ত্রিপুরার পক্ষে রিয়াদ হুসেন ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯,সাগর দেবনাথ ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩, দ্বীপ দেব ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। মুম্বাইয়ের পক্ষে প্রসুণ সিং ৩১ রানে ৩ টি, হর্ষ উদয় জাইকার ৯ রানে,আদেশ যাদব ২০ রানে এবং হিমাংশু সিং ২৮ রানে ২ টি উইকেট দখল করে। ২৫৪ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে ত্রিপুরার দ্বিতীয় ইনিংস ভেঙ্গে যায় খড়কুটোর মতো। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা করে মাত্র ৭৪ রান। দলের পক্ষে উজ্জয়ন বর্মন ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, সুজিত ঋষি দাস ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ এবং রিয়াদ হুসেন ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। মুম্বাইয়ের পক্ষে নীলেশ নেরোরকর ২৩ রানে ৪ টি, হিমাংশু লিং ১০ রানে, আদেশ যাদব ১৪ রানে এবং প্রসুণ সিং ১৫ রানে ২ টি করে উইকেট দখল করে। আসরে ৫ ম্যাচ খেলে ত্রিপুরার ঝুলিতে কোনও পয়েন্ট আসেনি। খালি হাতেই মরশুম শেষ করলো ত্রিপুরা।  ‌