নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ ডিসেম্বর : শান্তির বাজার ডাকবাংলো সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন দুইজন।
ঘটনার বিবরনে জানাযায় শুক্রবার রাত্রি ৮টা ৪৫মিনিট নাগাদ শান্তির বাজার দমকল বাহিনীর নিকট খবর যায় শান্তির বাজার পূর্তদপ্তরের ডাকবাংলো সংলগ্ন এলাকায় টিআর০৮-এফ-৭৮৫৯ নম্বরের একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েছে।
এই দুর্ঘটনায় বাইক আরোহী ও বাইক চালক গুরতরভাবে আহত হয়েছেন। শান্তির বাজার দমকল বাহিনীদের তৎপরতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সময় মতো চিকিৎসা পরিষেবা প্রদানে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এই দুর্ঘটনায় আহতরা হলেন মাইছড়ার বাসিন্দা দেবব্রত দে( ২৫ ) ও কাঞ্চননগর এলাকার বাসিন্দা নিতেশ রায় ( ২৫ )।

