নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লি, পঞ্জাব-সহ গোটা উত্তর ভারত। শুক্রবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর, একই অবস্থা ছিল পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশেও। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা ।জারি থাকছে।
রাজধানী দিল্লি এই মুহূর্তে প্রবল ঠান্ডায় কাঁপছে, কনকনে শীতে কাঁবু পঞ্জাব, উত্তর প্রদেশও। পঞ্জাবের বেশিরভাগ শহরেই সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। পঞ্জাবের অনেক শহর এখন শিমলার থেকেও বেশি ঠান্ডা। এই আবহাওয়া স্বাভাবিক জীবনযাত্রাকে খারাপভাবে প্রভাবিত করছে, বিশেষ করে সকাল এবং রাতে। ২৩ ডিসেম্বর পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে উত্তর ভারতজুড়ে। গাড়ি চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

