আগরতলা, ২২ ডিসেম্বর: আত্মনির্ভর ত্রিপুরা গড়া রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। তার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। এদিন ৩২ জন প্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন মন্ত্রী।
এদিন তিনি বলেন, ত্রিপুরাকে আরও উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিরলস কাজ করতে হবে।
তিনি আশাবাদী আগামী দিনে শিল্প ও বাণিজ্য দপ্তর শক্তিশালী হবে।যোগ্য প্রত্যাশীরা দফতরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন।