নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দল শুক্রবার জম্মুর রাজৌরি জেলার ঘন জঙ্গল এলাকায় গিয়েছিল। সেখানে পৌঁছে নিরাপত্তা কর্মীরা সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
একদিন আগে বৃহস্পতিবার জম্মুর রাজৌরি জেলার ওই এলাকায় হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। ওই এলাকায় সেনাবাহিনীর দুটি গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। এই হামলার ফলে পাঁচজন জওয়ানের মৃত্যু হয়েছিল। দুজন জওয়ান আহত হয়েছিলেন। যে স্থানে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল সেই এলাকাটি পাহাড়ি এলাকা, সেখানে ঘন জঙ্গল রয়েছে বলে জানা গিয়েছে। এখনও সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

