করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে কেরলে; আক্রান্ত আরও ২৬৫ জন, প্রাণহানি একজনের

তিরুবনন্তপুরম, ২২ ডিসেম্বর (হি.স.): করোনার নতুন উপরূপ জেএন.১ নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারতে। কেরলে এই উপরূপের বাড়বাড়ন্ত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সারাদিনে কেরলে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৫ জন। এই সময়ে মৃত্যু হয়েছে একজনের। সবমিলিয়ে শুক্রবার সকাল আটটা পর্যন্ত কেরলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬০৬।

করোনা ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক। ভারতের বিভিন্ন রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে, কেরল ছাড়া দেশের অন্য কোথাও করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, চিন্তার কোনও কারণ নেই।