প্যারিস, ২১ ডিসেম্বর (হি.স.): কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে মেটজকে হারিয়ে লিগ ওয়ানে জয়ের ধারা বজায় রাখল পিএসজি। সেই সঙ্গে শীর্ষস্থানে থাকল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার রাতে ঘরের মাঠে মেটজকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি এমবাপ্পের জোড়া গোলে। ছাড়াও আরো একটি গোল করেছেন ভিটিনহা। আর এই জয়ে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল লুই এনরিকের দল।
তবে প্রথমার্ধে দাপট দেখালেও গোলের দেখা পায়নি পিএসজি। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে নাজেহাল করেছেন এমবাপ্পে-ভিটিনহারা। প্রথম গোলটি করেন ভিটিনহা, ৪৯ মিনিটে। ১১ মিনিটের ব্যবধানে লিড দ্বিগুণ করেন এমবাপ্পে। ৮৩ মিনিটে এমবাপ্পে আবার গোল করেন।

