চেন্নাই, ২১ ডিসেম্বর (হি.স.): হিসাব বহিৰ্ভূত সম্পত্তি মামলায় ৩ বছরের জেলের সাজা হয়েছে তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী কে পোনমুডির। বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্ট এই সাজা ঘোষণা করেছে। পাশাপাশি কে পোনমুডি ও তাঁর স্ত্রীকে ৫০ লক্ষ টাকা জরিমানাও করেছে মাদ্রাজ হাইকোর্ট।
এদিকে, পোনমুডির জন্য ৩০ দিনের জন্য সাজা কমিয়েছে মাদ্রাজ হাইকোর্ট, কারণ তিনি বর্তমানে উচ্চ শিক্ষা বিভাগের পোর্টফোলিও ধারণ করছেন। অন্যদিকে, মাদ্রাজ হাইকোর্টের এই রায় শোনার পর তাঁর দল ডিএমকে-র পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন। ডিএমকে নেতা এন আর এলানগো বলেছেন, “আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি। আমরা আশা করি কে পোনমুডি মুক্তি পাবেন।”

