বার্সিলোনা, ২১ ডিসেম্বর (হি.স.): গত দুই ম্যাচে জয়হীন থাকার পর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আলমেরিয়ার বিপক্ষেও বার্সেলোনার কষ্টার্জিত জয়। প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের মাঠে দু’দুবার এগিয়ে গিয়েও ধরে রাখতে পারেনি বার্সা। কোনরকমে সের্গি রোবের্তোর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচে আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। সফরকারীদের হয়ে দুটো গোল করেন সের্গি রোবের্তো। আরেকটি গোল করেছেন রাফিনিয়া। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে পৌঁছালো বার্সেলোনা। তবে শিরোপার দৌড়ে এখনও বেশ পিছিয়ে বার্সা। ১ ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর টেবিলের শীর্ষে রয়েছে জিরোনা, তাদের সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান ৬।

