দুই ছাত্রের বাক বিতণ্ডাকে কেন্দ্র করে উত্তপ্ত কৈলাসহর মহা বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ ডিসেম্বর : আজ ঊনকোটি জেলার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় দুই ছাত্রের মধ্যে বাকবিতন্ডাকে কেন্দ্র করে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে। বড় ধরনের হিংসাত্মক কার্যকলাপ মোকাবেলার জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এদিনের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে গোটা কৈলাসহর।  

বৃহস্পতিবার দুপুর বেলা ১টায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এক ছাত্র অন্য আরেক ছাত্রর সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর একসময় তা হাতাহাতির রূপ নেয়। এই হাতাহাতিতে গুরুতরভাবে আহত হয়েছেন প্রীতম আচার্য নামে এক ছাত্র।

ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ঘটনায় কিছুক্ষন পর কৈলাসহর থানায় এসে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কিছু ছাত্র মহিলা পুলিশের উপর চড়াও হয়। এতে কৈলাসহর থানার পুলিশ তিনজন ছাত্রকে গ্রেফতার করেছে। বর্তমানে ঐ তিনজন ছাত্র কৈলাসহর থানার হেফাজতে রয়েছে।

পাশাপাশি এই মারপিটের ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন প্রীতম আচার্য নামে এক ছাত্র। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ওই ছাত্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এ মর্মে তদন্ত শুরু করে অভিযোগমূলে ওই ছাত্রটিকেও গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। ওই ছাত্রটি বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কৈলাসহর জুড়ে।