ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। জয়ের মুখ দর্শন তো দূর অস্ত। মুম্বাইয়ের গড়া রানের পাহাড়ে চড়তে গিয়ে ফের পর্যদস্ত হওয়ার সম্ভাবনাটাই উজ্জ্বল। প্রথম দিনেই মুম্বাইয়ের ব্যাটার্সদের আস্ফালন ত্রিপুরার শিবির কে সঙ্গীন করে তুলেছে। শেষ ম্যাচে ত্রিপুরার অনূর্ধ্ব ১৬ বালক ক্রিকেটাররা প্রথম দিনেই ব্যাকফুটে চলে এসেছে। খেলা বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ ক্রিকেটের আসামের আমিনগাঁও গ্রাউন্ডে। টস জিতে মুম্বাই কাঙ্ক্ষিত চেহারায় প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয়। দিনভর ৯০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান সংগ্রহ করে নেয়। শতরান কারোর ব্যাট থেকে আসেনি। তবে চার চারটি অর্ধশত রানে সমৃদ্ধ মুম্বাইয়ের ইনিংস। ওপেনার দেবাংশ ত্রিবেদীর ৭২ রান, সূর্য সরণ এর ৬২ রান, হর্স উদয় গাইয়করের ৫৭ রান আগ্নেয় আদির ৫৬ রান এর পাশাপাশি অভিনব সাহার চল্লিশ রানও উল্লেখযোগ্য। সার্থক ভিদে ২১ রানে এবং নিকাশ নেরুরকর চার রানে উইকেটে রয়েছে। রাজ্য দলের নীতিশ কুমার সাহানি ও রিয়াদ হোসেন তিনটি করে উইকেট পেয়েছে।
2023-12-21

