রাঁচি, ২১ ডিসেম্বর (হি. স.) : ঝাড়খন্ডের চুটিয়া থানা এলাকায় অবস্থিত রাঁচি রেলওয়ে স্টেশনের পার্কিং লটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়়ে।
স্থানীয় লোকজনের চুটিয়া থানায খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রিমস মর্গে পাঠায়। নিহত ব্যক্তি সম্পর্কে স্থানীয় লোকজন জানান, তিনি আশপাশের এলাকায় ভিক্ষা করতেন। ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভেঙ্কটেশ কুমার জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি।

