গাজিয়াবাদে করোনায় আক্রান্ত বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী

লখনও, ২১ ডিসেম্বর (হি. স.) : উদ্বেগ বাড়ছে কোভিড-১৯-এর নয়া ভেরিয়েন্ট জেএন.১ নিয়ে । এরমধ্যে, উত্তর প্রদেশের গাজিয়াবাদে করোনায় আক্রান্ত বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী।

জানা গিয়েছে, বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী গাজিয়াবাদের শাস্ত্রী নগর এলাকার বাসিন্দা। তাঁর পরিবার সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল। সন্দেহ করা হচ্ছে, সম্ভবত বাইরে থেকেই তাঁরা কোভিড আক্রান্ত হয়েছেন। অমিত ত্যাগী কোভিড পিজিটিভ শনাক্ত হওয়ার পর, এখন তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হবে। অমিত ত্যাগী করোনার নয়া রুপভেদেই আক্রান্ত কিনা, তা জানার জন্য উত্তর প্রদেশ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য আইসিএমআর-এর ল্যাবে পাঠানো হবে।

প্রসঙ্গত, বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯-এর সাব-ভেরিয়েন্ট জেএন.১-এর মোট ২১টি ঘটনার কথা জানা গিয়েছে। শুধু গোয়াতেই এই নয়া রূপভেদে আক্রান্তের সংখ্যা ১৯। বাকি দুজন কেরল এবং মহারাষ্ট্রের। গত কয়েক সপ্তাহে গোটা বিশ্বে সবথেকে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার এই নয়া স্ট্রেনটি।