কলকাতা, ২১ ডিসেম্বর, (হি.স.) : ক্রিসমাসের অনুষ্ঠানেই নববর্ষের উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে তিনি ঘোষণা করলেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
“একটু সুখনিদ্রা, একটু স্বস্তির জন্য” এই বৃদ্ধি বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, এটা নববর্ষের উপহার। ১ জানুয়ারি থেকে চালু হবে বর্ধিত হারে ডিএ। এত দিন রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন। বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তাঁরা পাবেন ১০ শতাংশ হারে ডিএ। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মমতা। বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও।
ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক কমে হল ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ ডিএ পান। মমতা ঘোষণার সময়ে এ বিষয়ে কেন্দ্র-রাজ্য ফারাক বুঝিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক।