শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি. স.) : শ্রীনগরের শালতেং এলাকায় গ্যাস লিকে করে শ্বাসরোধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এক ব্যক্তি তার ঘরে গ্যাস হিটার থেকে নির্গত গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পারভেজ শেখ কুপওয়ারার লেথারওয়ান এলাকার বাসিন্দা । তিনি শ্রীনগরে একটি ভাড়া ঘরে থাকতেন। ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে এবং প্রাথমিক তদন্তে অনুমান শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।

