ব্রায়ান মিউনিখের জয়ে জমে উঠল বুন্দেসলিগায় শীর্ষস্থানের লড়াই

মিউনিখ, ২১ ডিসেম্বর (হি.স.): ব্রায়ান মিউনিখের জয়ে জমে উঠল বুন্দেসলিগায় শীর্ষস্থানে ওঠার লড়াই। চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। লেভারকুসেনের চেয়ে পয়েন্ট ব্যবধানে খুব একটা পিছিয়ে নেই বায়ার্ন। উলফসবার্গকে হারিয়ে সেই ব্যবধান কমাল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। বুধবার (২০ ডিসেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে বায়ার্ন। ব্রায়ানের হয়ে গোল দুটি করেছেন জামাল মুসিয়ালা এবং হ্যারি কেইন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি উলফসবার্গ। এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল বায়ার্ন। শীর্ষে থাকা লেভারকুসেনের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪। তবে লেভারকুসেনের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে বায়ার্ন।