ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ত্রিপুরা দলের শেষ খেলা আগামীকাল উড়িষ্যার বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় উড়িষ্যার অবস্থান ত্রিপুরা থেকে অনেকটা ভালো হলেও মূল পর্ব এবারও অধরা তাদের জন্য। কেননা জাতীয় মহিলা অনূর্ধ্ব ২৩ টি২০ ক্রিকেট আসরে গ্রুপ এ থেকে মুম্বাই এবং হরিয়ানা যথারীতি মূল পর্বে খেলা অনেকটা নিশ্চিত করে নিয়েছে। মুম্বাইয়ের নিশ্চয়তা পাকা হলেও হরিয়ানা, হায়দ্রাবাদের মধ্যে টানা পোড়েন রয়েছে। কেননা দুই দল এখন পর্যন্ত সম অবস্থানে রয়েছে। যদিও কেরালাও একই অবস্থানে রয়েছে । তবে রান রেটের নিরিখে হরিয়ানা দ্বিতীয় শীর্ষে। হায়দ্রাবাদ ও কেরালা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। শেষ ম্যাচের দিকে তাকিয়ে তিন দল। এদিকে ত্রিপুরা এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেলেও আট দলীয় গ্রুপে সপ্তম স্থানে রয়েছে। ওড়িশার সংগৃহীত সম সংখ্যক পয়েন্টে অবস্থান পঞ্চম স্থানে। ত্রিপুরা অরুনাচল প্রদেশকে ৬২ রানে এবং জম্মু-কাশ্মীরকে পাঁচ উইকেটে হারানো ছাড়া এ পর্যন্ত বাকি চারটি ম্যাচে যথাক্রমে হরিয়ানার কাছে আট উইকেটে , মুম্বাইয়ের কাছে ১০ উইকেটে, কেরালার কাছে ১২ রানে এবং হায়দ্রাবাদের কাছে চার উইকেট পরাজিত হয়েছে। ওড়িশাও অরুণাচল প্রদেশকে ৯ উইকেটে এবং হায়দ্রাবাদকে চার উইকেটে হারাতে পেরেছে। আগামীকাল ময়দানে ত্রিপুরা উড়িষ্যার ম্যাচে কে জয়ী হয়, তাই এখন দেখার বিষয়।