দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, মন দিয়ে মমতার কথা শুনলেন মোদী

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বুধবার মুখোমুখি সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা ও বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মমতা। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলেন বাংলার শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জনের একটি প্রতিনিধি দল। সকাল ১১টা নাগাদ শুরু হয় বৈঠক। নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয় প্রায় ২০ মিনিট। নির্ধারিত সময়ের আগেই মাত্র ২০ মিনিটে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক শেষ হয় মুখ্যমন্ত্রী মমতার। তার পরেই নতুন সংসদ ভবন থেকে কয়েক মিনিটের দূরত্বে বিজয় চকে সাংবাদিক বৈঠক করেন মমতা। মমতা বললেন, ‘‘আমাদের সাংসদ-সহ দশ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। আমি রাজ্যের বকেয়া অর্থ মুক্ত করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র ও পশ্চিমবঙ্গের আধিকারিকদের মধ্যে এই বিষয়ে যৌথ বৈঠক হবে।” মমতা আরও বলেছেন, “১৫৭টি টিম গিয়েছিল কেন্দ্রের। যা জানতে চেয়েছে জানিয়েছি। তার পরও টাকা পাব না কেন? বলেছি প্রধানমন্ত্রীকে’’। প্রাপ্য টাকা বাংলা পাবে কি না সেই প্রশ্নের উত্তর চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রী কি আশ্বাস দিলেন? মমতা বলেছেন, ‘‘কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন মোদী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। তার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’’ এপ্রসঙ্গে মমতার সংযোজন, ‘‘আমি বলেছি, যদি কোনও ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, এত বার ব্যাখ্যা দিয়েছি। আবার দেব। কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না।’’ প্রধানমন্ত্রীকে ১০০ দিনের টাকা-সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব দিয়েছেন, জানালেন মমতা। বললেন, ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কেন্দ্র-রাজ্য যৌথ কমিটি গড়ার কথাও বলেছেন।’’