উপ-রাষ্ট্রপতি পদের অপমান কোনও মতে বরদাস্ত নয় : জগদীপ ধনখড়

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : উপহাস বিতর্কে রাজ্যসভায় বক্তব্য রাখলেন সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “আপনারা জগদীপ ধনখড়কে কতটা অপমান করছেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি ভারতের উপ-রাষ্ট্রপতি, কৃষক সম্প্রদায়, আমার সম্প্রদায়ের অপমান (অপমান) সহ্য করতে পারব না, আমি আমার পদের মর্যাদা যদি রক্ষা করিতে না পারি, তা সহ্য করতে পারব না, এই সদনের মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য।”

এদিকে, উপহাস বিতর্কে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “মিমিক্রি করা একটা কলা…কেউ বলেনি এই মিমিক্রিটা ধনখড়জির জন্য ছিল…এত উঁচু পদে থাকা একজনের জাত নিয়ে কথা বলা কি মানায়?” আবার কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান বলেছেন, এটা একেবারেই ভুল। সমগ্র কৃষক সমাজ ক্ষুব্ধ ও মর্মাহত।