নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.) : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার এক পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার তাঁকে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি ডিসেম্বরেই কলকাতা ও বিধাননগর পুরসভার ২ তৃণমূল কাউন্সিলর, বাপ্পাদিত্য় দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব করা হল। কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।

একটা সময় পার্থ চট্টোপাধ্যায়ের ডানহাত বলে পরিচিত ছিলেন পার্থ সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় গত মে মাসে তাঁর বেহালার পর্ণশ্রীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। তাঁকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি ছিল, নিয়োগ দুর্নীতিতে আর এক অভিযুক্ত কুন্তল ঘোষকে জেরা করে জানা গিয়েছিল যে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা এবং কয়েক কোটি টাকা এই পার্থ মারফৎই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি পার্থ সরকারের বিরুদ্ধে একাধিক তথ্য পেয়েছে ইডি। জানা যাচ্ছে, গত ১২ বছরের তাঁর যাবতীয় সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের নথি-সহ হাজির হতে বলা হয়েছে পার্থকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *