(আপডেট) বেগুসরাইয়ে মদ পাচারকারীদের গাড়ির ধাক্কায় পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু, গুরুতর আহত হোমগার্ড

পাটনা, ২০ ডিসেম্বর (হি.স.): বিহারের বেগুসরাই জেলায় মদ পাচারকারীদের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন একজন পুলিশ ইন্সপেক্টর। এছাড়াও গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একজন হোমগার্ড। মৃত পুলিশ ইনস্পেক্টরের নাম-খামাস চৌধুরী। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বেগুসরাইয়ের নওকোঠি থানা এলাকায়। পুলিশ সুপার যোগেন্দ্র কুমার বলেছেন, “বেগুসরাইয়ের নওকোঠি থানার পুলিশ খবর পায় একটি গাড়িতে করে মদ পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে একটি পেট্রোলিং গাড়ি পাঠানো হয়। রাত ১২.৩০ মিনিট নাগাদ , ৩ জন হোমগার্ড জওয়ানের সঙ্গে ছাতৌনা বুধী গন্ডক নদী সেতুর কাছে পুলিশের গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন ইন্সপেক্টর খামাস চৌধুরী। পুলিশের গাড়ি দেখা মাত্রই দুষ্কৃতীদের গাড়ির চালক গতি বাড়িয়ে ইন্সপেক্টর খামাস চৌধুরীকে ধাক্কা মারে, ধাক্কায় তাঁর মৃত্যু হয়। আর একজন হোম গার্ড জওয়ানও আহত হয়েছেন এবং তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ দল। গাড়ির মালিককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।”

হাসপাতালের বেডে শয্যাশায়ী অবস্থায় আহত হোমগার্ড জওয়ান বালাসাহেব যাদব বলেছেন, “একটি গাড়ি পিছন থেকে দৃত গতিতে আসে এবং আমাকে ধাক্কা মারে। ছাতৌনা বুধী গন্ডক নদী সেতুর ওপর আমরা দাঁড়িয়েছিলাম। মধ্যরাতে ঘটনাটি ঘটেছে, আমরা ৪ জন তখন ডিউটিতে ছিলাম। শুধুমাত্র আমি আহত হয়েছি এবং অফিসার খামাস চৌধুরী মারা গিয়েছেন।” পুলিশ সুপার যোগেন্দ্র কুমার বলেছেন, “রাতেই গ্রেফতার করা হয় গাড়ির মালিক রূপেশকে। জিজ্ঞাসাবাদে পুলিশ একজন ব্যক্তিকে শনাক্ত করেছে, যে গাড়িটি চালাচ্ছিল। সে পলাতক এবং শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে…অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার প্রেক্ষিতে বিহার সরকারকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, “মদ নিষেধাজ্ঞার ভুল নীতির কারণে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের একগুঁয়েমির কারণে অনেক নিরপরাধ মানুষকে জেলে যেতে হয়েছে। মদ মাফিয়াদের হাতে অনেক মানুষ মারা গিয়েছে। একজন এএসআই মাফিয়াদের হাতে খুন হয়েছে। কে এর জন্য দায়ী? – নীতীশ কুমার।”