শ্রী রাম মন্দিরের পরিক্রম স্তম্ভটি নির্মিত হচ্ছে গুজরাটের কর্ণাবতীতে


কর্ণাবতী, ১৯ ডিসেম্বর (হি.স.) : শ্রী রাম মন্দিরের পরিক্রম স্তম্ভটি গুজরাটের কর্ণাবতীতে তৈরি করা হচ্ছে। অযোধ্যার শ্রী রাম মন্দির তৈরির জন্য দেশজুড়ে মানুষ উদগ্রীব হয়ে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রধান ব্যক্তি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সারাদেশে উৎসাহের পরিবেশ রয়েছে।

অযোধ্যায় মূল মন্দিরের নির্মাণ কাজ চলছে, কিন্তু মন্দির কমপ্লেক্সে স্থাপন করা পরিক্রম স্তম্ভটি গুজরাটের কর্ণাবতীতে নির্মিত হচ্ছে। গুজরাটি সমাজ সর্বদা অযোধ্যা আন্দোলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী খুশি স্তম্ভটি তাঁর রাজ্যে নির্মিত হচ্ছে। শ্রী রাম জন্মভূমি মন্দিরের মূল গেটের সামনে স্থাপন করা গেটের পরিক্রম স্তম্ভ, মিজাগারে এবং গেটের তালাগুলি তৈরি করা হচ্ছে কর্ণাবতী মহানগরীতে। মন্দির প্রাঙ্গনে স্থাপন করার জন্য মূল স্তম্ভটি ৩৫ ফুট উঁচু। এটির ওজন ৭৫০০ কেজি। এই স্তম্ভটি চারদিক থেকে ৬টি ছোট স্তম্ভের মাধ্যমে ঘিরে থাকবে, এই ছোট স্তম্ভগুলি ১২ফুট হবে।
মঙ্গলবার, স্বামী পরমানান্দজি মহারাজ, শ্রী চৈতন্য সম্ভু মহারাজ, স্বামী আভিচালদাস মহারাজ, আখিল ভারতীয় আচার্য সভার প্রধান, অযোধ্যায় পাঠানোর আগে পরিক্রম স্তম্ভের উপাসনা করেন। এই অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মন্ত্রী অশোক রাওয়াল সহ বহু বিশিষ্ট কর্মী উপস্থিত ছিলেন।