আগরতলা, ১৯ ডিসেম্বর : আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে ধর্মান্তরিতদের জনজাতি অংশের অধিকার সুরক্ষার দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে জনজাতি সুরক্ষা মঞ্চ। রাজ্যের শান্তির স্বার্থে এই সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানালেন বিরোধী দলনেতা অনিমেষ দেব্বর্মা। তাছাড়া, তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দের্ববমন রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বার্তা দিয়েছেন।
বিরোধী দলনেতা অনিমেষ দেব্বর্মা চিঠিতে লেখেছেন, জনজাতি সুরক্ষা মঞ্চ ২৫ডিসেম্বর আগরতলায় একটি মিছিলের আয়োজন করেছে। ধর্মান্তরিতদের জনজাতি বিভিন্ন সুযোগ সুবিধা বাতিলের দাবি জানিয়ে আন্দোলের ডাক দিয়েছে। রাজ্যের শান্তির স্বার্থে এই সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানালেন বিরোধী দলনেতা অনিমেষ দেব্বর্মা।