ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।।
প্রগতির গতির কাছে আটকে গেল এগিয়ে চলো সংঘ। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে পঞ্চায়েত মাঠে মঙ্গলবার ঘটলো এই ঘটনা। টস জিতে প্রগতি শিবির প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সুবাদে ৪০ ওভার খেলে সাত উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪৮ রান। ব্যাট হাতে প্রগতির হয়ে শ্রেষ্ঠাংশু দেব ৬৯, ইয়াশ দেববর্মা ৩৭, রাহুল মিয়া ২১ উল্লেখযোগ্য রান করে। বলে এগিয়ে চলো ওর পক্ষে দ্বিগবিজয় মজুমদার তিনটি এবং একটি করে উইকেট নেয় ময়ুক চৌধুরী ও শঙ্খদীপ দাসরা। পাল্টা খেলতে নেমে এগিয়ে চলো সংঘের সামনে লক্ষ মাত্রা দাঁড়ায় ১৪৯ রানের । যাকে তাড়া করতে নেমে এগিয়ে চলো সংঘ শিবির শুরু থেকেই উইকেট হারাতে থাকে। একের পর এক উইকেট হারিয়ে ২৮.১ ওভারে সব উইকেটের বিনিময়ে এগিয়ে চলোর সংগৃহীত স্কোর দাঁড়ায় ৫০ রানে। ব্যাটে শ্রেয়ান ভৌমিক ১১, ময়ুক চৌধুরী ৯ রানই করতে সক্ষম হয়। বলে প্রগতির হয়ে দুটি করে উইকেট নেয় দেবপ্রিয় দে, নবীন উদ্দিন ও ঋদ্ধিমান কররা। রাহুল মিয়া একটি উইকেট নেয়।