রাঁচি, ১৯ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে এক পান মশলা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর। মঙ্গলবার সকালে আয়কর দফতরের কর্মীরা এই অভিযান চালায়। ঝাড়খণ্ডের ওই পান মশলা ব্যবসায়ীর নাম জয় কুমার সিঙ্ঘানিয়া।
মঙ্গলবার সকালে দুটি গাড়িতে করে আয়কর আধিকারিকরা রাজধানী রাঁচির আপার বাজারে অবস্থিত জয় সিঙ্ঘানিয়ার বাসস্থানে এসে তল্লাশি অভিযান চালায়। নিরাপত্তার জন্য এই অভিযান কার্যে আয়কর দফতরের সঙ্গে যোগ দেয় সিআরপিএফ জওয়ানরাও। কাউকেই তল্লাশির সময় ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সিঙ্ঘানিয়ার অফিসের ঠিকানা জানার চেষ্টা করছে আয়কর দফতর। খুব শীঘ্রই সেখানেও অভিযান চালাবে আয়কর দফতর বলে জানা গিয়েছে।