আইএনডিআই জোটের চতুর্থ বৈঠকের শুরুতেই কংগ্রেসকে তোপ অখিলেশের


নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি. স.) : দিল্লিতে চলছে দেশের বিরোধী আইএনডিআই জোটের চতুর্থ বৈঠক । মঙ্গলবারের বৈঠকে মূলত আসন সমঝোতা নিয়ে আলোচনা হওয়ার কথা। সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে যায় কংগ্রেসের ভূমিকা। অন্য আঞ্চলিক দলগুলির সঙ্গে কতটা উদারতার সঙ্গে আলোচনা করছে, কংগ্রেস কতটা আত্মত্যাগ করতে রাজি, তার উপরই নির্ভর করছে জোটের ভবিষ্যৎ। তবে এদিনের বৈঠকে শুরুতেই কংগ্রেসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরব হন অখিলেশ যাদব।

মঙ্গলবার দিল্লির অশোক হোটেলে শুরু হল বিরোধী জোটের বৈঠকে যোগ দিয়েছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াবাল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শরদ পওয়ার, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্টালিন, সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, শিবসেনা (উদ্ধব) প্রধান উদ্ধব ঠাকরে প্রমুখ বৈঠকে যোগ দিয়েছেন।তাৎপর্যপূর্ণভাবে রাহুল গান্ধী বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সীতারাম ইয়েচুরির মাঝখানে। এদিনের বৈঠকে বাম এবং তৃণমূলের মধ্যে টানাপোড়েন হওয়ার সম্ভাবনা আছে।
এদিনের বৈঠকে মূলত আসন সমঝোতা নিয়ে আলোচনা হওয়ার কথা। সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে যায় কংগ্রেসের ভূমিকা। অন্য আঞ্চলিক দলগুলির সঙ্গে কতটা উদারতার সঙ্গে আলোচনা করছে, কংগ্রেস কতটা আত্মত্যাগ করতে রাজি, তার উপরই নির্ভর করছে জোটের ভবিষ্যৎ। এদিন বৈঠকের শুরুতেই কংগ্রেসকে চাপের মুখে পড়তে হয়েছে। মধ্যপ্রদেশে কংগ্রেসের অসহযোগিতার অভিযোগ তুলে শুরুতেই সরব হন অখিলেশ যাদব। তাঁর বক্তব্য,”সামান্য কয়েকটা আসন চাইলেও কংগ্রেস সহযোগিতা করেনি। কংগ্রেস সহযোগিতা করলে পাঁচ রাজ্যের ফল অন্যরকম হত।” বস্তুত, এদিন বৈঠকের শুরুতেই পাঁচ রাজ্যে কংগ্রেসের ভরাডুবি নিয়ে সরব হয়েছে অন্য দলগুলি।

এসবের মধ্যেই আবার মল্লিকার্জুন খাড়গে জোট নিয়ে অন্য বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য আলাদা একটি জাতীয় জোট কমিটি গড়েছেন। যা নমনীয় হওয়ারই বার্তা। ওই কমিটির মাথায় রাখা হয়েছে প্রাক্তন লোকসভা সাংসদ মুকুল ওয়াসনিককে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলট, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ এবং এআইসিসির প্রাক্তন মুখপাত্র মোহন প্রকাশ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *