কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে অনেকটাই। টানা ১০-১২ দিন শীতের ‘স্পেল’ চলার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী কয়েক দিন বৃষ্টির কোনও আশঙ্কা নেই। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বহু দিন বাদে শীতের এমন টানা ‘ইনিংস’য়ের সাক্ষী হল বঙ্গভূমি।
আগের দিনই কলকাতায় ১৪ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল নূন্যতম তাপমাত্রা, সোমবার তা একটু বেড়ে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গোটা রাজ্য এই মুহূর্তে কনকনে ঠান্ডায় কাঁপছে, আগামী কিছু দিন এমনই শীত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।